ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের নব নিযুক্ত প্রবেশনারী অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. আতাউর রহমান, অনুষদ সদস্য মোহাম্মদ লুৎফুল হক ও আবুল কালাম মজিবুর রহমান।
প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের নতুন নিয়োগ প্রাপ্ত ৩৭ জন প্রবেশনারী অফিসার অংশগ্রহণ করছেন।
বিডি প্রতিদিন/ফারজানা