শুরু হয়ে গেল আমাদের স্বাধীনতার মাস। আমাদের এই স্বাধীনতা, এই অর্জন এসেছে শত ত্যাগের বিনিময়ে। প্রতি বছর স্বাধীনতা দিবস পালিত হয় নানা রকম কার্যক্রমের মাধ্যমে। স্বাধীনতার পাশাপাশি মার্চে আছে জাতীয় শিশু দিবসও।
শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই, তাদের চোখে স্বাধীনতাটা কেমন, তা দেখতেই কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফ্যান্টাসি কিংডম এর আয়োজন, ‘আঁকো তোমার চোখে স্বাধীনতা’।
করোনাকালের একঘেয়েমি রেখে, তোমার সৃজনশীলতা দেখিয়ে জিতে নিতে পারো আকর্ষণীয় সব পুরষ্কার। তোমাদের চোখেই আমরা দেখতে চাই আমাদের অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। আঁকো তোমার মনের মতো এবং জিতে নাও আকর্ষণীয় সব পুরষ্কার তোমার পছন্দের ফ্যান্টাসি কিংডম এর আয়োজনে।
প্রতিযোগীয় অংশগ্রহণের নিয়মাবলী:
1) প্রথমে লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন লিংক: http://bit.do/ArtComp2021
2) তারপর তোমার আঁকা ছবি স্ক্যান করে উল্লিখিত হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুকে পোস্ট করো
#ArtCompetition2021 #IndependenceDay #FantasyKingdom
3) ছবি পোস্ট ও শেয়ার করার শেষ তারি ১৫ মার্চ, ২০২১
4) গ্রুপ-১: ৫ থেকে ৯ বছর, গ্রুপ-২: ১০ থেকে ১২ বছর
5) বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি গ্রুপ থেকে সেরা ৩ জন বিজয়ী ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর