রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মতিঝিলস্থ রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয় হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ সাধারণ সভায় সভাপতিত্ব করেন।
সভায় রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীরসহ প্রতিষ্ঠানটির পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ সফিউল আলম, স্বতন্ত্র পরিচালক ড. শফিক উজ জামান, এ কে এম শরিয়ত উল্লাহ, এফসিএ, এসিসিএ এবং পরিচালক নাসরিন সুলতানা, পরিচালক ও রূপালী ব্যাংকের জিএম মজিবর রহমান, গোলাম মরতুজা, খান ইকবাল হোসেন, ওয়াহিদা বেগম, শওকত আলী খান, পারসুমা আলম, সালমা বানু, ইয়াছমিন বেগম ব্যাংকের সিএফও শওকত জাহান খান, এফসিএমএ, রূপালী ব্যাংকের জিএম ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হারুনুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব মোস্তফা সাজ্জাদুল হক।
বিডি-প্রতিদিন/আরাফাত