৬ ডিসেম্বর, ২০২১ ০৫:৫৪

‘বিকিরণ ২০২১’ স্মার্ট বিল্ডিং ক্যাটাগরিতে প্রথম এআইইউবি’র চার শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

‘বিকিরণ ২০২১’ স্মার্ট বিল্ডিং ক্যাটাগরিতে প্রথম এআইইউবি’র চার শিক্ষার্থী

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) একদল তরুণ গবেষক “বিকিরণ-টেকসই শক্তি উদ্ভাবন চ্যালেঞ্জ-২০২১” শীর্ষক প্রতিযোগিতায় স্মার্ট বিল্ডিং ক্যাটেগরিতে প্রথম স্থান অর্জন করেছে।

রবিবার এআইইউবি’র জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আবু মিয়া আকন্দ তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২ ডিসেম্বর সরকারের বিদ্যুৎ বিভাগের টেকসই এবং নবায়নযোগ্য শক্তি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) আয়োজিত প্রতিযোগিতায় এ পুরস্কার দেওয়া হয়। বিজয়ী দল পুরস্কার হিসেবে ৭০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছে।

গবেষক দলের সদস্যরা হলেন-আবুল হায়াত শাহজী মিদুল, শাহাদাত হোসেন প্রান্ত, আল শাহারিয়া ইসলাম বিদ্যুত এবং সিফাতুল ইসলাম সিয়াম। তারা সবাই এআইইউবি’র ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। 

দলটির তত্ত্বাবধানে ছিলেন এআইইউবি’র ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রিফাত হাজারী।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর