বাংলাদেশের ফ্ল্যাগশিপ এয়ারবাডসের বাজারের নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। সম্প্রতি প্রতিষ্ঠানটির আনা আইওটি ইকোসিস্টেমের তিনটি ডিভাইসের একটি ওয়ানপ্লাস বাডস প্রো-৩ ব্যবহারকারীদের দারুণ সব অভিজ্ঞতার সাথে পরিচিত করছে। দারুণ অডিও, কার্যকরী নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তিসহ আরও আধুনিক সব ফিচারের ডিভাইসটি এয়ারবাডের অভিজ্ঞতাকে ভিন্ন স্তরে নিয়ে গেছে।
ওয়ানপ্লাস বাডস প্রো-৩ ডিজাইনে প্রযুক্তির ব্যবহার একটি নতুন মাত্রায় নিয়ে গেছে। ওয়ানপ্লাস ও ডেনিশ অডিও প্রযুক্তি প্রতিষ্ঠান ডেইন অডিওর সাথে যৌথভাবে নির্মিত উদ্ভাবনী প্রযুক্তি ডেইন অডিও টিউনিং-এর সাহায্যে বাডস প্রো-৩ যে কোন গানে সম্পূর্ণ নিমজ্জিত হওয়ার অনুভূতি সৃষ্টি করে। সঠিক সাউন্ড প্রিসিশন নিশ্চিত করতে এতে সংযুক্ত আছে ১১ মিলিমিটার উফার ও ৬ মিলিমিটার টুইটার।
ওয়ান প্লাস বাডস প্রো-৩ রয়েছে স্পেশাল অডিও ইফেক্ট যা বিভিন্ন দিক থেকে শব্দ আসছে এমন একটি ইন্দ্রজাল সৃষ্টি করতে পারে। অ্যাডাপ্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি)-এর সাহায্যে ওয়ানপ্লাস বাডস প্রো-৩ আশেপাশের ৫০ ডেসিবল পর্যন্ত শব্দ কমাতে সক্ষম, যা জনবহুল পরিবেশেও দারুন অডিও অভিজ্ঞতা দেয়। একটানা গান শুনতে বা পেশাগত কারণে দীর্ঘক্ষণ এয়ারবাডস ব্যবহার করতে ডিভাইসটিতে আছে নেক পজিশন ট্র্যাকিং সিস্টেম; তাই এটি দারুণভাবে কানে লেগে থাকে বার বার এডজাস্ট করার ঝামেলা ছাড়াই।
ওয়ানপ্লাস বাডস প্রো ৩-এর সবচেয়ে বড় আকর্ষণ এর কানেক্টিভিটি ফিচারগুলো। ওয়ানপ্লাস-এর আইওটি ইকোসিস্টেমের মাধ্যমে এই ইয়ারবাডে একাধিক ডিভাইসের সঙ্গে সহজেই সংযুক্ত হওয়ার সুবিধা রয়েছে, যা কল ও সহজ মিডিয়া ট্রান্সফারে সহায়তা করে। এর বিল্ট ইন ব্লুটুথ ৫.৪ ইজি কানেক্ট ৩২ ফুট পর্যন্ত মাদার ডিভাইসের সাথে সংযোগ নিশ্চিত করে।
ওয়ানপ্লাস বাডস প্রো ৩ এর অন্যতম আকর্ষণীয় ফিচার হলো এর ব্যাটারি লাইফ। ৫৬৬ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ইয়ারবাডটিতে এএনসি চালু থাকলে এক চার্জে ৬ ঘণ্টা ও বন্ধ থাকলে ১০ ঘণ্টা প্লেব্যাক ব্যাকাপ দেয়। চার্জিং কেসের সাথে এএনসি বন্ধ থাকা অবস্থায় এটি মোট ৪৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক ব্যাকাপ দেয় ও চালু থাকলে ব্যাকাপ দেয় ২৫.৫ ঘণ্টা পর্যন্ত। ফাস্ট চার্জিং সুবিধা থাকায় মাত্র ১০ মিনিটের চার্জে বাডসটিতে ৫.৫ ঘণ্টা পর্যন্ত গান শোনা যায়। ওয়ানপ্লাস বাডস প্রো ৩ একটি উদ্ভাবনী প্রযুক্তির দারুণ অডিও ডিভাইস।
বিডি-প্রতিদিন/বিজ্ঞাপনবার্তা