রাজধানী ঢাকার গুলশান-২ এ অবস্থিত র্যাংগস ইমার্টে এক বর্ণাঢ্য আয়োজনে এলজি ওলেড সি-ফো সিরিজ টেলিভিশন উন্মোচন করেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান।
এসময় উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন এবং র্যাংকন হোল্ডিংসের শীর্ষ কর্মকর্তারা।
এই সিরিজে রয়েছে ৫৫, ৬৫ এবং ৭৭ ইঞ্চি মডেল। বিশেষ ফিচারগুলোর মধ্যে রয়েছে পারফেক্ট ব্ল্যাক, ৩০% বেশি ব্রাইটনেস, আলফা ৯ এআই প্রসেসর, ৪কে রেজুল্যুশন, এআই সাউন্ড প্রো এবং গেমিং এক্সপেরিয়েন্সে উন্নত সুবিধা।
র্যাংগস ইমার্ট ক্রেতাদের জন্য দিচ্ছে আকর্ষণীয় মূল্যছাড়, ০% ইএমআই, ফ্রি ডেলিভারি এবং ইন্সটলেশন। একই অনুষ্ঠানে ‘এলজি ওলেড আলটিমেট ব্যাটেল’ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ