বাক ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষায় সেবা দেওয়ার উদ্যোগ ‘সাইনলাইন’-এর জন্য ‘রিকগনিশন ফর অ্যাকসেসিবল সার্ভিস’ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক পেয়েছে গ্রামীণফোন।
বৃহস্পতিবার (১৫ মে) বিডা অডিটোরিয়ামে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে উপলক্ষে এটুআই, ইউএনডিপি বাংলাদেশ এবং ফ্রেন্ডশিপ (আইএনজিও) এই সম্মাননা প্রদান করে।
গ্রামীণফোন ২০২০ সাল থেকে ভিডিও কলের মাধ্যমে ইশারা ভাষায় সেবা দিয়ে আসছে। এই সেবা প্রদানে প্রতিষ্ঠানটির সেবা প্রতিনিধিদের প্রাথমিক ইশারা ভাষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ