গাজীপুরের কাপাসিয়ায় রবিবার এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের (লোটো বাংলাদেশ) নতুন অত্যাধুনিক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনা অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এতে থাকছে অত্যাধুনিক মেশিন, নারী ক্ষমতায়ন, পরিবেশবান্ধব ও সাসটেইনেবল অবকাঠামো এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশসহ প্রশিক্ষণ কেন্দ্র, যা দক্ষ জনবল গড়ে তুলবে।
নতুন কারখানার মাধ্যমে অত্র এলাকায় সহস্রাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রফতানির পথ সুগম হবে-যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো বাংলাদেশ)-এর ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ বাংলাদেশ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশি-বিদেশি ব্যবসায়িক অংশীদারবৃন্দ, কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন খাতের বিশিষ্টজনরা।
উদ্বোধন অনুষ্ঠানেই এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো বাংলাদেশ) উন্মোচন করলো তাদের নতুন প্রযুক্তিসম্পন্ন পণ্য ‘সুপার লাইট’। হালকা, আরামদায়ক এবং পানিরোধী এই পণ্যটি আকর্ষণীয় মূল্যে পাওয়া যাবে লোটোর সব আউটলেটে। আধুনিক ডিভেন্টিলেশন হোল সমৃদ্ধ ডিজাইনের অত্যাধুনিক এই পণ্য আধুনিক লাইফস্টাইল, পারিবারিক উপলক্ষ্য, ক্যাজুয়াল ওয়্যার, আনন্দঘন পরিবেশ, সামার বিচ এবং আউটিংয়ে বহুমুখী ব্যবহার নিশ্চিত করবে।
বিডি প্রতিদিন/এমআই