শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

নতুন সাজে বিপিন পার্ক

নতুন সাজে বিপিন পার্ক

ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বিপিন পার্ক। এর স্থাপত্যশৈলী যেন বহন করছে শতাব্দীর সাক্ষ্য। প্রায় ২০০ বছরের প্রাচীন এ পার্কটি গত ৪০ বছরের ভগ্নদশা পেরিয়ে পেয়েছে নতুন আদল। কংগ্রেস জুবিলি রোডে স্বল্প পরিসরে পার্কটি পুনর্নিমিত হয়েছে 'থিমপার্ক' হিসেবে। পার্কের মাঝখানে বসানো হয়েছে ঝরনা। সেখানে রয়েছে ৯ ফুট উঁচু তিনটি কোরাল মাছ। ফাইবারের তৈরি দৃষ্টিনন্দন স্থাপনায় পার্কটি পেয়েছে নতুন অস্তিত্ব।

কিছুদিন আগেও বিপিন পার্ক ছিল পরিত্যক্ত। ভেতরে ছিল ময়লা আবর্জনার স্তূপ। দুই প্রান্তে ছিল খুপড়িঘর। ভাসমান মানুষের ঠিকানা। এ অবস্থা চলছিল যুগ যুগ ধরে। পার্কটি সবশেষ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল ১৫ বছর আগে। নামমাত্র টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ৩-৪টি পাকা বেঞ্চ ও সীমানাপ্রাচীর। অবহেলা-অযত্নে এটি হয়ে উঠে নামমাত্র একটি পার্ক। সাধারণ মানুষ এখানে প্রবেশ করে অস্বস্তিবোধ করতেন। এক সময় নাগরিক সমাজ থেকে দাবি উঠে পার্কটি সংস্কারের। এ দাবির পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ পৌরসভা পার্কটি সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেয়। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে পার্কটির আমূল পরিবর্তন। স্টিলের পাইপের সীমানাপ্রাচীর, পাকা স্লাপের হাঁটার পথ, ফুলের বাগান, পার্কের মাঝে ঝরনা দৃষ্টিনন্দন পরিবেশ ফিরিয়ে এনেছে। বদলে গেছে বিপিন পার্ক। শতাব্দীর সাক্ষী এ পার্কের আধুনিকায়ন সম্পর্কে পৌর মেয়র বলেন, 'ঐতিহ্য সংরক্ষণের জন্যই আধুনিকায়নের উদ্যোগ। শহরবাসীর বিনোদনের বিশেষ আকর্ষণ এখন বিপিন পার্ক।'

 

 

সর্বশেষ খবর