মহম্মদপুরে উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থী হওয়ায় মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও নির্বাহী সদস্য অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী কে প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
গতকাল সন্ধায় গোপিনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী জানান, ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে গত ১১ ফেব্রুয়ারি মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে তৃণমুল পর্যায়ের কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে মোঃ গোলাম খোরশেদ শুভ্র কে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়। তৃণমূল ভোটে অংশ নিলেও দলীয় সদ্ধিান্ত অমান্য করে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করে প্রচার-প্রচারণায় সম্পৃক্ত হওয়ায় তাদেরকে আওয়ামী লীগের স্ব-স্ব পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে সর্ব সম্মতি ক্রমে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানীর সভাপতিত্বে ওই জরুরি বর্ধিত সভায় সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল মান্নানসহ প্রত্যেক ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক বক্তব্য রাখেন।