সাতক্ষীরা সরকারি কলেজের বোটানি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আনোয়ার হোসেন সুমনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও গ্রেফতারের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসীচী পালন করেছে সচেতন নাগরিক কমিটি।
সাতক্ষীরা সচেতন নাগরিক কমিটি আয়োজনে গতকাল সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বেলা ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক কনক, সচেতন নাগরিক কমিটির তুহিনুর রহমান, মানিক, জাবিদুর। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছির বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য যে, ১০ মে শনিবার রাত ৮টার দিকে ১৫/১৬ জনের একটি স্বশস্ত্র সন্ত্রাসী জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সরকারি কলেজের বোটানি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসেন সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় সুমনের বাবা রফিকুল ইসলাম মোড়ল বাদী হয়ে সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান অপুকে প্রধান আসামি করে ১৯ জনরে নামে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়রে করেছেন।