লিবিয়ায় মিসাইল হামলায় নিহত দুই ভাইয়ের লাশ দেশে আনার আকুতি জানিয়েছেন স্বজনরা। নিহত দুই ভাই হলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুরের কৃষক কুদ্দুসের ছেলে স্বপন ও মিলন। গত শনিবার লিবিয়ার সময় রাত ১০টার দিকে বেনগাজি শহরে একটি কারখানার আবাসিক ক্যাম্পে মিসাইল হামলায় মারা যান তারা। এদিকে রবিবার তাদের মৃত্যুর খবর শোনার পর থেকে পরিবারের সদস্যরা স্বজন হারানোর শোকে কাতর। তাদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে সৃষ্টি হয়েছে হৃদয় বিদারক পরিস্থিতির।