মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা
সড়ক দুর্ঘটনা

এসআই ও স্কুলছাত্রসহ ছয়জন নিহত

এসআই ও স্কুলছাত্রসহ ছয়জন নিহত

বরিশালে বাসচাপায় পুলিশের এসআই এবং সিরাজগঞ্জে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় তিন জেলায় মারা গেছেন আরও চারজন। বরিশালে এসআই :  বাবুগঞ্জ উপজেলার রামপট্টিতে গতকাল সন্ধ্যায় বাসচাপায় মনির হোসেন নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। মনির নগরীর বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন। সিরাজগঞ্জে স্কুলছাত্র : সলঙ্গা উপজেলার রামকৃষ্ণপুর কুস্তিগাছা গ্রামে গতকাল ট্রাকচাপায় স্কুলছাত্র মারুফ হাসানের মৃত্যু হয়েছে। মারুফ কুস্তিগাছা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে। বগুড়া : শাজাহানপুর উপজেলার মাঝিড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রঞ্জু মারা গেছেন। তার বাড়ি শেরপুর উপজেলার রনবিরপাড়ায়। অপরদিকে, কাহালু উপজেলার কাজিপাড়া বৌ-বাজার এলাকায় দুপুরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী ময়না দত্ত। সে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষীতলা গ্রামের সুনীল দত্তের ছেলে।
ফরিদপুরে প্রকৌশলী : জেলা শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে গতকাল রাতে ট্রাকচাপায় মিঠু দাস নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। মিঠু গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসাবে রাজবাড়ী জেলায় কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার সিংপাড়া মহল্লায়। বাবার নাম নিত্য রঞ্জন দাস। নওগাঁয় কিশোর : মহাদেবপুর উপজেলা সদরে গতকাল ট্রাকচাপায় নাঈম নামে এক কিশোরের মৃত্যু হয়। সে মধুবন গ্রামের ওয়াহাবের ছেলে।

সর্বশেষ খবর