সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

এক পলক

ইন্স্যুরেন্স কর্মীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১
ফতুল্লার ভুইঘর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রকাশ্যে পিটিয়ে ইন্স্যুরেন্স কর্মী আব্দুল্লাহ আল মামুনকে হত্যার ঘটনায় গতকাল শ্যামল নামে এক যুবককে র‌্যাবের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। শ্যামল ফতুল্লার মাসদাইর এলাকার মনিরুজ্জামানের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শ্যামলসহ ছয়জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। শনিবার সন্ধ্যায় মামুনকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
-নারায়ণগঞ্জ প্রতিনিধি
মায়াবী ঝরনায় তরুণের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের মায়াবী ঝরনার ওপর উঠতে গিয়ে পা পিছলে পড়ে আতিকুর রহমান সিয়াম নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম কুমিল্লার বুড়িচং চুলকাই এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে এবং ঢাকার উত্তরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস টেকনোলজির শিক্ষার্থী।
-নিজস্ব প্রতিবেদক, সিলেট
আট আইনজীবীর পদত্যাগ
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক হাছান ফৌরদোস জুয়েলের বিরুদ্ধে নিয়মবহিভূর্ত কর্মকাণ্ডের অভিযোগ এনে সমিতির আট আইনজীবী পদত্যাগ করেছেন। রবিবার বারের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়া আইনজীবীরা হলেন- মাসুদা বেগম শম্পা, আশরাফুল আলম সিরাজী, এ একে এম ফারুক নয়ন, গোলশান আরা কাজল,  আল-আমীন সাউদ ও নাজমুল আরেফিন ভূইয়া।-নারায়ণগঞ্জ প্রতিনিধি

কমিটি স্থগিত

লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ কমিটির কার্যক্রম স্থগিত করেছে জেলা ছাত্রলীগ। সাংগঠনিক কর্মকাণ্ডবিরোধী ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে রবিবার বিকালে জরুরি সভা ডেকে ওই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস লিখিতভাবে এ কমিটির কার্যক্রম স্থগিত করেন। একই সঙ্গে জেলা সাধারণ সম্পাদককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। -লক্ষ্মীপুর প্রতিনিধি

মা সমাবেশ

কুমিল্লার লাকসাম উপজেলার আল-আমিন ইনস্টিটিউটে গতকাল মা সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি মো. তাজুল ইসলাম। স্কুলের প্রধান শিক্ষক আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাড. মো. ইউনুছ ভূঁইয়া, মো. সফিউল আলম, মহব্বত আলী, রাশিদা বেগম প্রমুখ।

-লাকসাম প্রতিনিধি

জামায়াত নেতা গ্রেফতার

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ পাঁচ মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা মাও. মোশাররাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোশাররাফ হোসেন ছয়ঘরিয়া মাদ্রাসার সুপার ও ঘোনা ইউনিয়ন জামায়াতের ইসলামীর আমির। -সাতক্ষীরা প্রতিনিধি

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নরসিংদীর বেলাবো উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন-বরণ অনুষ্ঠান হয়েছে। রবিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা এনায়েত উদ্দিন মো. কায়সার খান। কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, আহসান হাবিব বিপ্লব, শমসের জামান ভূইয়া রিটন, তারেক ভূইয়া, ডা. মোস্তফা কামাল খান, ফখরুল আলম আক্কাস প্রমুখ। -নরসিংদী প্রতিনিধি

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর