বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

উৎসবে মাতোয়ারা বান্দরবানের পাহাড়

রাঙামাটি প্রতিনিধি

উৎসবে মাতোয়ারা বান্দরবানের পাহাড়

‘ওয়াগ্যোয়েই পোয়েঃ উৎসবে রথের সামনে প্রাথর্না - বাংলাদেশ প্রতিদিন

আনন্দ-উল্লাস, আতশবাজি, পূর্ণিমার আকাশে রংবেরঙের বর্ণিল ফানুশের ঝলকানি আর ময়ূরপঙ্খীর আদলে তৈরি মহারথ টানার উৎসবে মাতোয়ারা বান্দরবানের পাহাড়। পার্বত্যাঞ্চলে বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘ওয়াগ্যোয়েই পোয়েঃ’ বা প্রবারণা পূর্ণিমা। ‘ওয়াগ্যোয়েই পোয়েঃ’ মারমা শব্দ, এর অর্থ উপবাসের সমাপ্তি। অন্য অধিবাসীরা একে ‘ওয়াহ’ বলে থাকেন। মারমা সম্প্রদায়ের পাশাপাশি বৌদ্ধ ধর্মালম্বী বড়–য়া, চাকমা, তঞ্চঙ্গারাও মেতে উঠেছে এ উৎসবে। গতকাল সন্ধ্যায় শহরের পুরাতন রাজবাড়ি মাঠে রথ টেনে ও ফানুশ উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার কমান্ডার নকিব আহম্মেদ চৌধুরী, আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং, পুলিশ সুপার মিজানুর রহমানসহ অনেকে।

এদিকে পাহাড়ের আকাশে নানান বর্ণিল ফানুশে ঢেকে পড়েছে। বৌদ্ধ মন্দিরে মন্দিরে (ক্যায়াং) জ্বালানো হয়েছে হাজারো বাতি, রাতের আকাশে আতশবাজির ঝলকানি, মন্দিরে ছোয়াইং ও অর্থ দান, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাহাড়ের বৌদ্ধ অনুসারী বড়–য়া সম্প্রদায় একদিন আগে এই উৎসব পালন করেন, তাদের মতো করে।

সর্বশেষ খবর