'জুলাই স্পিরিটের' সাথে যারাই প্রতারণা করবে, তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম বলেন, শহীদের রক্তে রঞ্জিত ‘জুলাই স্পিরিটের’ সাথে যারাই প্রতারণা করবে, তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
এর আগে গতকাল রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান শুরু করেন এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে ছাত্র-জনতা। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যরাও অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেও একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন শিবির সভাপতি। ওই পোস্টে তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিকট জুলাইকে হেরে যেতে দিবো না। শহীদের রক্তের কাছে আমাদের দায় আছে। আমাদের লক্ষ্য ‘চূড়ান্ত বিপ্লব’।
বিডি প্রতিদিন/জুনাইদ