বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেছেন, যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন। নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা দেখতে চাই না। জনগণ যাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবে, তারাই দেশ পরিচালনা করবে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ডা. জাহিদ বলেন, জুলাই-আগস্টে দেশের মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তা ধরে রাখতে হবে। পাশ্ববর্তী কোনো দেশের চাপে যেন ঐক্য নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনো শেষ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে মুক্তি মিলবে না।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরে ডা. জাহিদ বলেন, বিএনপি চায়- প্রবাসীদের ভোটাধিকারসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।
বিডি প্রতিদিন/জুনাইদ