বগুড়ার শেরপুরে র্যাব কর্তৃক কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রাজবাড়ী এলাকার চন্ডিপুকুর থেকে এটি উদ্ধার করা হয়। এসময় মূর্তি বিক্রি চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত কিরামের ছেলে ফরিদ (৩৫), রইচের ছেলে বুলবুল (৪০) ও ছালেমের ছেলে নাছিম (৩২)।
জানা যায়, বৃহষ্পতিবার উপজেলার খোট্টাপাড়ায় একটি পুকুরে শরিফ নামের এক ছেলে খেলার সময় মূর্তিটি দেখতে পায়। পরে শরিফের পরিবারের লোকজন মূর্তিটি গোপন করার চেষ্টা করে। এসময় ফরিদ, বুলবুল ও নাছিম মূর্তিটি বিক্রি করে দেয়ার কথা বলে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এরপর র্যাব-১২ বগুড়া খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ীর চন্ডিপুকুর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে। একই সাথে বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে।
শাহ-বন্দেগী ইউপি চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, র্যাব-১২ বগুড়া মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছে। আমরা ধারনা করছি এটি কষ্টি পাথরের মূর্তি। তিনি আরো বলেন, সরকারি সম্পদ যে কেউ পেলে সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া উচিত।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, লোকমুখে জানতে পেরেছি র্যাব একটি মূর্তি উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/এএম