সুনামগঞ্জে পাঁচটি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যাকবলিত উপজেলাগুলো হল— সুনামগঞ্জ সদর, দোয়রাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও শাল্লা। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন পাঁচ উপজেলার কয়েক লাখ মানুষ। গতকাল সন্ধ্যায় সুরমা নদীর পানি বিপত্সীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীতে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ২৭ সেন্টিমিটার। জেলা সদরের সঙ্গে অনেক উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গবাদিপশুর খাবার সংকট দেখা দিয়েছে। পানির তোড়ে দোয়ারাবাজার-ভোগলা সড়কের অনেক স্থানে শুরু হয়েছে ভাঙন। অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান জানান, বন্যাকবলিত পাঁচ উপজেলায় পাঁচ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া নগদ পাঁচ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। আরও ত্রাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। সিরাজগঞ্জে ২৪ ইউনিয়ন বন্যাকবলিত : সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের ২৪টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় শিক্ষর্থীদের পড়াশোনা বিঘ্ন ঘটছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে চৌহালীর এনায়েতপুরে দেখা দিয়েছে ভাঙন। এনায়েতপুরে বামন গ্রামের গত কয়েকদিন নদীতে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা। গাইবান্ধা : তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট অববাহিকার চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার প্রায় ২০ হাজার মানুষ। গবাদি পশু, হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েছে মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। তীব্র সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। নদী ভাঙনে অন্তত ৫০০ পরিবার গৃহহারা হয়ে পড়েছে। সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের পাড়াসাদুয়া মৌজায় তিস্তা নদীর বাম তীর বেড়িবাঁধের ২০০ মিটার ধসে যাওয়ায় আরও কয়েকটি মৌজায় নতুন করে বন্যার পানি ঢুকে পড়েছে। সুন্দরগঞ্জ উপজেলার লখিয়ারপাড়া গ্রামের আজগর আলী (৬০) বন্যার পানিতে ডুবে মারা গেছেন। ধুনটে স্পারে ধস : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে ঢলে ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বানিয়াজান স্পার আবারও ধসে গেছে। গতকাল ভোরে নদীতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে ওই স্পারের ৬০ মিটার স্যাংক ধসে যায়। লালমনিরহাট : তিস্তা ও ধরলা নদীর বন্যা ও ভাঙনে লালমনিরহাটে দেড় শতাধিক পরিবার নিস্ব হয়ে পড়েছে। বসতভিটা, আবাদি জমি হারিয়ে পরিবারগুলো আশ্রয় নিয়েছে তিস্তার বাঁধসহ বিভিন্ন উঁচু স্থানে।
শিরোনাম
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
পাঁচ জেলায় বন্যা ভাঙন দুর্বিষহ জনজীবন
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর