ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হওয়ার পর দেশে প্রথম গত বছর ২৬ মার্চ নওগাঁর মান্দা উপজেলা হাসপাতালে আউটডোরে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু করা হয়। শুরুতেই অনেকে আশাবাদী ছিলেন না। শঙ্কা ছিল কার্যক্রমের সাফল্য নিয়ে। দিন যেতে যেতে দেখা দিয়েছে এ সেবার সাফল্য। মান্দা উপজেলায় উদ্বোধনের পর থেকে গত ২৫ অক্টোবর পর্যন্ত ১৯ হাজার ৯৬০ জন রোগী এ বৈকালিক চিকিৎসাসেবা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশ মহিলা ও শিশু। সে সময় হাসপাতালের ১১ জন চিকিৎসক নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বাদ দিয়ে অতিরিক্ত পারিশ্রমিক ছাড়া রোগীদের চিকিৎসা অব্যাহত রেখে দেশের স্বাস্থ্যসেবায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। এ সেবার সাফল্য দেখা দেওয়ায় চলতি বছর ১৬ আগস্ট জেলার বদলগাছী উপজেলা হাসপাতালে একই কার্যক্রম চালু হয়েছে। সেখানেও দেখা দেয় এই সেবার সাফল্য। এরপর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ১৩৫ জন রোগী এ বৈকালিক চিকিৎসাসেবা নিয়েছেন। এরপর সর্বশেষ জেলার পত্নীতলা উপজেলায় গত ১ অক্টোবর এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। গত এক মাসে প্রায় বদলগাছী উপজেলা হাসপাতালে ৪০৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এর মধ্যে মহিলা ও শিশুই অধিকাংশ। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, হাসপাতালে এ কার্যক্রমে উপজেলার স্বাস্থ্যবিভাগে চিকিৎসকরা পর্যায়ক্রমে তিনটি উপজেলায় সকাল ও বিকাল আউটডোরে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একজন মহিলা ও একজন পুরুষ ডাক্তার নিয়মিত রোগী দেখেন। শুধু তাই নয়, চিকিৎসাপত্রের পাশাপাশি তাদের উন্নত মানের ওষুধও দেওয়া হচ্ছে। মান্দা উপজেলা সদরের সমাজকর্মী নজরুল ইসলাম ও পলাশ কুমার জানান, সকালে সরকারি হাসপাতালে চাকরিজীবী, শ্রমিক, নারী, কৃষক, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নেওয়া সম্ভব হয় না। কিন্তু বৈকালিক চিকিৎসাসেবা চালু হওয়ার পর অন্য পেশাজীবীদের পাশাপাশি এসব পেশাজীবী চিকিৎসাসেবা নিয়ে থাকেন। এতে এলাকার সাধারণ রোগীরা উপকৃত হচ্ছেন। পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মিল্টন জানান, গত মাসে এ সেবা প্রথম উদ্বোধন করার পর থেকে অনেক গরিব রোগী চিকিৎসাসেবা নিতে শুরু করেছেন। এ ব্যাপারে নওগাঁর সিভিল সার্জন ডা. এ কে এম মোজাহার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কৃষিপ্রধান এ অঞ্চলের মানুষের দিনের শুরুই হয় মাঠের কাজ দিয়ে। গাঁয়ের মেঠোপথ ধরে হাঁটলে চোখে পড়ে ফসলি জমিতে কৃষাণ-কৃষাণির সরব উপস্থিতি। প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজের শিক্ষার্থী, অফিস-আদালতসহ সব শ্রেণি-পেশার মানুষ সকাল থেকে ব্যস্ত সময় পার করেন বিকাল পর্যন্ত। এ কারণে এই পেশার লোকজনের সময়ের অভাবে সকালে সরকারি চিকিৎসাসেবা নিতে সম্ভব হয়ে ওঠে না। এর ফলে বিকালে বিভিন্ন বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ব্যাপক টাকা খরচ করতে হয় সাধারণ মানুষকে। এসব মানুষের কথা চিন্তা করে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের পর) নওগাঁর মান্দায় দেশের প্রথম এই সেবা শুরু হয়।
শিরোনাম
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
জনপ্রিয় হচ্ছে হাসপাতালের বৈকালিক স্বাস্থ্যসেবা
নওগাঁ
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর