বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চৌগাছা শহীদ বেদিতে ছাত্রলীগ দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবদমান দুই কমিটির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মানুষ বেদিতে ফুল না দিয়েই ফিরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিটে চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ বেদিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান একুশের কর্মসূচি শুরু হয়। এর পরপরই চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মাইক নিয়ে উপজেলা ছাত্রলীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ঘোষণা দেন। এরপরই ছাত্রলীগের ইব্রাহিম-শফিকুজ্জামানের নেতৃত্বাধীন কমিটির নেতারা ফুলের তোড়া দিয়ে শহীদ বেদি দখল করে রাখেন। পরে ছাত্রলীগের সুমন সরকার-শামীম রেজা নেতৃত্বাধীন কমিটি ফুল দিতে গেলে তাদের বাধা দেন আগে থেকে বেদিতে অবস্থানরত ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় বেদিতে দেওয়ার জন্য আনা বহু ফুল পদদলিত হয়ে নষ্ট হয়। চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিবুল ইসলাম বলেন, ছাত্রলীগের দুই কমিটির দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। থানায় এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস পারভীন বলেন, আগে-পরে ফুল দেওয়া নিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চৌগাছায় ছাত্রলীগের দুটি কমিটি সক্রিয় রয়েছে।

সর্বশেষ খবর