বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
খোলা বাজারে বিক্রি

ভিজিডির ১৮৪ বস্তা চাল জব্দ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা বাজারের একটি দোকান থেকে গতকাল ভিজিডির ১৮৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। বস্তার গায়ে খাদ্য অধিদফতরের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ ও মহিলাবিষয়ক অধিদফতরের ‘ভিজিডি ২০১৭ কর্মসূচি’ লেখা আছে। প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি। লামা বাজারের রনি স্টোরের মালিক রনি কর্মকার চালের বস্তা পরিবর্তন করার সময় উপস্থিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানায়। সহকারী কমিশনার (ভূমি) গিয়ে চালের গুদাম সিলগালা করে দেন। লামার ইউএনও খিন ওয়ান নু বলেন, ‘বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।’ স্টোর মালিক রনি বলেন, ‘চালগুলো আলীকদম খাদ্য গুদাম থেকে মঙ্গলবার বিকালে আবদুর রহিম নামের এক ডিলার লামা বাজারে পৌঁছে দেন।’ আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘জব্দ চালগুলো আলীকদমের বিভিন্ন ইউনিয়নের দুর্গম অঞ্চলের ভিজিডি কর্মসূচির।

সর্বশেষ খবর