মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মাদারীপুরে হামলা মামলায় ঘরছাড়া শতাধিক পরিবার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ও নতুন মাদারীপুরসহ তিন গ্রামের শতাধিক পরিবারের পুরুষ সদস্যরা হামলা-মামলায় ঘরছাড়া। ফলে আতঙ্কে আছেন এ সব পরিবারের নারী ও শিশুরা। জানা যায়, কয়েক বছর আগে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মাদারীপুর পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তারের বাবা মফেজ হাওলাদারকে। এ ঘটনায় স্থানীয় সাইদসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। বর্তমানে আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। এ অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর বাদী আসগর হাওলাদারকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বাদীপক্ষের দাবি, সাক্ষীদের মধ্যে ভীতি সৃষ্টি করতে বাদীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় দুটি গ্রুপই একাধিক মামলা করে। শুধু মামলা করেই ক্ষান্ত হয়নি, তাদের পাল্টাপাল্টি হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় অতিষ্ঠ গ্রামবাসী। এ হামলা-মামলায় ভয়ে বর্তমানে তিনটি গ্রামের শতাধিক পরিবার ঘরছাড়া। পৌরকাউন্সিলর মনিরুজ্জামান আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার বাবাকে সাইদ হাওলাদারের নেতৃত্বে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এখন আমার চাচা ও মামলার বাদীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে এনামুল, সাইদ ও তাদের লোকজন। মামলার আসামি হলেও তারা শহরে নিয়মিত ঘোরাফেরা করে। এমনকি থানায় যাতায়াত আছে। রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না’। এ সব অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এনামুল চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে করা কোনো অভিযোগই সত্য নয়’। মাদারীপুর সদর থানার ওসি জানান, মামলা হওয়ার পরে আসামিরা থানায় আসছে এ কথাটি সত্য নয়। মামলা হওয়ার আগে আসতো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর