বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাহুবলে টিলা দখল নিয়ে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে টিলা দখল নিয়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ১৭ একর ৫৭ শতাংশ টিলা ভূমিতে কয়েক যুগ ধরে বাড়িঘর নির্মাণ করে ভোগদখল করে আসছেন তারা। ওই জমি জেমস ফিনলে কোম্পানির রামপুর চা বাগানকে লিজ দেয় সরকার। এ নিয়ে গ্রামবাসী আদালতে মামলাও করেন। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ বুধবার টিলাটি দখলমুক্ত করতে যায়। তখন গ্রামবাসী  বাধা দিলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। গত সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। হবিগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৭ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ খবর