শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
পিকনিক ট্র্যাজেডি

৯ শিশুর স্মরণে শোকর‌্যালি

বেনাপোল প্রতিনিধি

৯ শিশুর স্মরণে শোকর‌্যালি

সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শিশু শিক্ষার্থী স্মরণে বেনাপোলে বের হওয়া শোক র‌্যালি

যশোরের চৌগাছার ঝাউতলা কাঁদবিলা গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শিশুশিক্ষার্থীর স্মরণে বেনাপোলে শোকর‌্যালি হয়েছে। বেনাপোল পৌরসভার আয়োজনে গতকাল বলফিল্ড ময়দান থেকে র‌্যালি বের হয়ে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন। পৌরসভার সব শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তোলন করা হয় কালো পতাকা। আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিলের। পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে শোকর‌্যালিতে অংশ নেন পুলক কুমার মণ্ডল, আহসান উল্লাহ মাস্টার, শাহবুদ্দিন মন্টুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি বেনাপোল গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাসফরে মেহেরপুরের মুজিবনগরে যায়। ফেরার পথে চৌগাছার ঝাউতলা কাঁদবিলায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় সাত শিক্ষার্থী। আহত হয় আরও ৭০ শিক্ষার্থী ও ৩/৪ শিক্ষক। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও দুজন। নিহতরা হলো— বেনাপোল পৌরসভার ছোটআঁঁচড়ার সৈয়দ আলীর মেয়ে সুরাইয়া (১০) ও জেবা (৮), ইউনুসের মেয়ে মিথিলা (১০), রফিকুলের মেয়ে রুনা, লোকমানের ছেলে শান্ত (৯), গাজিপুর গ্রামের সেকেন্দারের ছেলে সাব্বির (১০), নামাজ গ্রামের হাসানের মেয়ে আঁখি (১১), ছোট আঁচড়া গ্রামের মনিরের ছেলে ইকরামুল (১১) ও ইদ্রিসের ছেলে ইয়ানুর (১১)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর