নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক শামসুর রহমান। এর আগে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার জিলানি (২৫) ও হৃদয় (২০)। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।