শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তাল সাতক্ষীরা

সাতক্ষীরা প্রতিনিধি

স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তাল সাতক্ষীরা

দশম শ্রেণির ছাত্র নাজমুল ইসলাম সাকিব হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা। খুনিদের ফাঁসি দাবিতে শোকর‌্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। খুনের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যারহস্য উন্মোচন হয়েছে বলে দাবি পুলিশের। গ্রেফতার রনি সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বেলা ১২টার দিকে শহরে শোকর‌্যালি শেষে পুলিশ লাইন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। প্রধান শিক্ষক আমিনা হকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, মীর রফি উল্লাহ ইসলাম, আব্দুর রহিম, শিক্ষার্থী রফিকুল ইসলাম ইমন, বুশরা মনজু প্রমুখ। বক্তারা সাকিব হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান। এ সময় সাতক্ষীরা-আশাশুনি সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।  উল্লেখ্য, গত মঙ্গলবার সাতক্ষীরার বকচরায় মাদ্রাসায় মাহফিল শুনে রাতে বাড়ি ফেরার পথে আব্দুল কাদের ও রনির সঙ্গে তুচ্ছ ঘটনায় সাকিব, রাশেদ ও অমিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি, কাদের, শান্তসহ কয়েকজন গাছের ডাল দিয়ে তাদের এলোপাতাড়ি পিটিয়ে ফেলে রেখে যায়। গুরুতর অবস্থায় সাকিব, রাশেদকে সদর হাসপাতালে নিলে সেখানেই সাকিবের মৃত্যু হয়।

সর্বশেষ খবর