শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঝালকাঠির ওপর দিয়ে আবারও দক্ষিণের আট রুটে বাস বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির ওপর দিয়ে তৃতীয় দফায় গতকাল দ্বিতীয় দিনের মতো দক্ষিণাঞ্চন-পশ্চিমাঞ্চলের আট রুটে বরিশাল মালিক সমিতির বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি বাসমালিক সমিতি। বুধবার বিকাল থেকে ঝালকাঠির রায়াপুর নামক স্থানে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন ঝালকাঠি বাস মালিক সমিতিন নেতারা। ফলে ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, মহেষপুর ও খুলনার রূপসা মালিক সমিতিসহ আট রুটের বাস বরিশাল ঢুকতে পারছে না। এ কারণে বরিশাল যেতে ঝালকাঠির শেষ সীমানা রায়াপুর নামক স্থানে নেমে চার কিলামিটার বিকল্প যানে করে যেতে হচ্ছে যাত্রী সাধারণকে। আর বরিশাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যেতে হলে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে চার কিলোমিটাপর পথ বিকল্প যানে করে ঝালকাঠি আসতে হচ্ছে।

ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, এ জেলার আট কিলোমিটার সড়ক ব্যবহার করে বরিশাল মালিক সমিতির বাস চলাচল করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। কিন্তু ঝালকাঠির বাস ঝালকাঠি-বরিশাল ছাড়া অন্য কোনো রুটে চলতে দেওয়া হচ্ছে না। বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠির বাস চলাচল করতে দেওয়ার দাবিতে আগেও দুই দফায় দীর্ঘদিন এই আট রুটে বাস চলাচল বন্ধ রাখলেও এর কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে দাবি আদায়ে আবারও এ কর্মসূচি দেওয়া।

সর্বশেষ খবর