শিরোনাম
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ায় আন্তর্জাতিক মহাসম্মেলন শুরু

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ১০৫তম বার্ষিক সভা উপলক্ষে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন বৃহস্পতিবার শহরের কাজীপাড়ায় জেলা ঈদগাহ মাঠে শুরু হয়েছে। প্রতিদিন বাদ যোহর থেকে শুরু হওয়া মহাসম্মেলন আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার রাতে শেষ হবে। সভাপতিত্ব করবেন ইউনুছিয়া মাদ্রাসার মুহতাহিম শায়খুল হাদিস আল্লামা আশেক এলাহী ইব্রাহীম। তফসির করবেন আমিরুল হিন্দ সাঈদ আসআদ মাদানী (রহ.)-এর পুত্র আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী, জামিয়াউস শুহাদা-এর খতিব জামিয়া উম্মুল কুররার উস্তাদ, মক্কা শরীফ সৌদি আরবের শায়খ ডক্টর মুহাম্মদ বিন হাসসান আশশারাবী মাক্কী. ভারতের দারুল উলুম দেওবন্দের আল্লামা ক্বারী আব্দুর রউফ, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা হাফেজ তাফাজ্জুল হক, আল্লামা মুনিরুজ্জামান সিরাজী, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, আল্লামা মুমতাজুল করীম, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক, উবায়দুর রহমান খান নদভী, মক্কা শরীফ সৌদি আরবের শায়খ হাফেজ মাওলানা মিজানুর রহমান হানাফী, আল্লামা কেফায়েতুল্লাহ আযহারী, আল্লামা যুবায়ের আহমেদ আনসারী, আল্লামা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা আবুল হাসনাত আমিনীসহ দেশবরেণ্য উলামা-মাশায়েখ।

সর্বশেষ খবর