শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

মেঘনায় ইসলামী মহাসম্মেলন

কুমিল্লার মেঘনা উপজেলার সাতানি আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মুহাম্মদ বিন হাসসান আশশারাবী মক্কী। বক্তব্য রাখেন, ইসলামী ঐকজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ্ আতাউল্লাহ, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা মুফতি ফয়জুল্লাহ, জমিয়তে উলামার সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মাওলানা আ. রহমান উজানী, মাওলানা আবুল কাশেম আসরাফী প্রমুখ।

—দাউদকান্দি প্রতিনিধি

গাজীপুরে জেলা ইজতেমা শুরু

গাজীপুরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা বৃহস্পতিবার শহরের ভুরুলিয়া তাবলিগ মারকাজ মসজিদ এলাকায় শুরু হয়েছে। ইজতেমায় জেলার বিভিন্ন অঞ্চলের জামাতভুক্ত মুসল্লিরা শরিক হয়েছেন। আ’ম বয়ানের তাবলিগ জামাতের অন্যতম শূরা সদস্য কাকরাইল মারকাজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের উপস্থিত ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার ফজর নামাজের পর শ্রীলংকার মাওলানা মোহাম্মদ হারুনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। —গাজীপুর প্রতিনিধি

ওয়ালটনের বিজ্ঞান শিক্ষা উপকরণ বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষা উপকরণ বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম ওই শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা ও মানব সম্পদ বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মহসিন আলী মোল্লা, সিনিয়র এজিএম (সিএসআর অ্যান্ড সোস্যাল ওয়েল ফেয়ার) মো. সাফায়েত হুদা, ওয়ালটন সাইন্স রিসার্চ ল্যাবের এজিএম সারাহ নাজনীন ইসলাম প্রমুখ।

—কালিয়াকৈর প্রতিনিধি

হুন্ডির টাকাসহ আটক

যশোরের বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে মাঠ থেকে বুধবার রাতে হুন্ডির ৬৪ লাখ টাকা জব্দ করেছে বিজিবি। এ সময় বাবু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি সীমান্তের রঘুনাথপুর দিয়ে হুন্ডির টাকা নিয়ে কয়েক ব্যক্তি বাংলাদেশে ঢুকছে। এ খবরের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার মামুনার রশিদ ফোর্স নিয়ে সীমান্তে অবস্থান নেয়। —বেনাপোল প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর