শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘মুক্তিযুদ্ধের পরীক্ষিত শক্তির পক্ষেই সম্ভব জাতীয় ঐক্য গড়ে তোলা’

গাজীপুর প্রতিনিধি

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে চৌদ্দ দলীয় জোট থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেছেন, মুক্তিযুদ্ধের পরিক্ষিত শক্তির পক্ষেই সম্ভব জাতীয় ঐক্য গড়ে তোলা। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ ভাবে স্বাধীনতা বিরোধী শক্তির সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবে। গণতন্ত্রী পার্টি কাপাসিয়া সভাপতি এম.এ.গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের পরিচালনায় বক্তব্য রাখেন সৈয়দ আলী, আ. আউয়াল বীর. শেখ আ. গনি, উৎপল বণিক রেজাউল করিম খান, আ. করিম, দুর্জয় বর্মন, সোহাগ প্রমুখ।

সর্বশেষ খবর