শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ধানে চিটা, হতাশ কৃষক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা হাওরাঞ্চলের অধিকাংশ জনগোষ্ঠি বছরের একমাত্র ফসলই বোরোর ধানের ওপর নির্ভরশীল। কষ্টের এ ফসল নিয়ে প্রতিবছর দুশ্চিন্তায় থাকেন কৃষকেরা। আগাম বন্যার ভয় তাদের সঙ্গী। ২০১৭ সালে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়েছিল কৃষকের স্বপ্ন। সেখান থেকে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতে এবার দেখা দিয়েছে ধানে চিটা। ফলে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। জেলায় বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারিত করা হয় এক লাখ ৮০ হাজার ৯৫২ হেক্টর জমি। আবাদ করা হয়েছে এক লাখ ৮৪ হাজার ৬০০ হেক্টর। চাল হিসাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ২৫ হাজার ৮২১ টন। কৃষকরা জানান, হাওরে ফসল হয় একটাই। এ দিয়ে তাদের সারা বছর পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতে হয়। এবার ধানে চিটা দেখা দেওয়ায় তাদের স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-রিচালক হাবিবুর রহমান বলেন, হাওরাঞ্চলের প্রায় ছয় হাজার হেক্টর জমির বোরো কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর