গাজীপুরের কালীগঞ্জে তিন কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- ইসমাইল চিশতী (৬০), পারভেজ মিয়া (৩০), আমজাদ হোসেন (২৭) এবং হারুন অর রশিদ (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মো. আলাউদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের কে.টি.এল গ্যারেজ সংলগ্ন এলাকায় এসআই রমজান আলীর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হারুন অর রশিদকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, সন্ধ্যা ৭টার দিকে মূলগাঁও এলাকার মাদকের আস্তানায় এসআই ইব্রাহিম শেখের নেতৃত্বে অভিযান চালিয়ে ইসমাইল চিশতী, পারভেজ মিয়া এবং আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আস্তানা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।