আয়তন ও জনসংখ্যা বাড়লেও মশা নিধনে কুষ্টিয়া পৌরসভার কোনো কার্যক্রম নেই। আগে ওষুধ ছিটালেও ঝিমিয়ে পড়েছে সেই কার্যক্রম। দুটি ফগার মেশিন থাকলেও তা বিকল হয়ে পড়ে আছে। ফলে বেড়েছে মশার উৎপাত। পৌরসভার বিভিন্ন এলাকায় মশার যন্ত্রণায় টেকা কঠিন হয়ে পড়েছে। ঘরের দরজা-জানালা বন্ধ করেও রেহাই মিলছে না। পৌরসভায় খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে পৌরসভার কোথাও মশা নিধনে কোনো ওষুধ ছিটানো হয়নি। পৌর কর্তৃপক্ষের কাছে ওষুধও নেই। আবার ওষুধ ছিটানোর দুটি মেশিন থাকলেও তা কয়েক মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ইতিমধ্যে কুষ্টিয়ায় কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত করেছেন চিকিৎসকরা। এদের মধ্যে ইসমাইল হোসেন নামে এক যুবক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, এ পৌরসভার ২১টি ওয়ার্ডে লোকসংখ্যা প্রায় তিন লাখ। বিশাল এই জনগোষ্ঠীর ময়লা-আবর্জনা শহরে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে। তাছাড়া শহরে কিছুদিন ধরে নালা ও সড়ক নির্মাণের খোঁড়াখুঁড়িতে বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ জমে প্রচুর মশা জন্ম নিচ্ছে। অনেক গলির ড্রেন পরিষ্কার না করায় সেখানে মশা বাসা বাঁধছে। নাগরিকরা জানান, আগে পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় মশক নিধক ওষুধ ছিটানো হতো। তিন-চার বছর হলো পৌরসভার এ উদ্যোগই বন্ধ রয়েছে। ফলে মশা বাড়ছেই। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডাক্তার এ এস এম মুসা কবির বলেন, ‘কুষ্টিয়ায়ও এডিস মশা থাকতে পারে। এক রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে।’ কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী বলেন, পৌর বাসিন্দারা সচেতন হলেই মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাছাড়া ওষুধ কেনা ও যন্ত্র মেরামতের ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ