আয়তন ও জনসংখ্যা বাড়লেও মশা নিধনে কুষ্টিয়া পৌরসভার কোনো কার্যক্রম নেই। আগে ওষুধ ছিটালেও ঝিমিয়ে পড়েছে সেই কার্যক্রম। দুটি ফগার মেশিন থাকলেও তা বিকল হয়ে পড়ে আছে। ফলে বেড়েছে মশার উৎপাত। পৌরসভার বিভিন্ন এলাকায় মশার যন্ত্রণায় টেকা কঠিন হয়ে পড়েছে। ঘরের দরজা-জানালা বন্ধ করেও রেহাই মিলছে না। পৌরসভায় খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে পৌরসভার কোথাও মশা নিধনে কোনো ওষুধ ছিটানো হয়নি। পৌর কর্তৃপক্ষের কাছে ওষুধও নেই। আবার ওষুধ ছিটানোর দুটি মেশিন থাকলেও তা কয়েক মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ইতিমধ্যে কুষ্টিয়ায় কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত করেছেন চিকিৎসকরা। এদের মধ্যে ইসমাইল হোসেন নামে এক যুবক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, এ পৌরসভার ২১টি ওয়ার্ডে লোকসংখ্যা প্রায় তিন লাখ। বিশাল এই জনগোষ্ঠীর ময়লা-আবর্জনা শহরে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে। তাছাড়া শহরে কিছুদিন ধরে নালা ও সড়ক নির্মাণের খোঁড়াখুঁড়িতে বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ জমে প্রচুর মশা জন্ম নিচ্ছে। অনেক গলির ড্রেন পরিষ্কার না করায় সেখানে মশা বাসা বাঁধছে। নাগরিকরা জানান, আগে পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় মশক নিধক ওষুধ ছিটানো হতো। তিন-চার বছর হলো পৌরসভার এ উদ্যোগই বন্ধ রয়েছে। ফলে মশা বাড়ছেই। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডাক্তার এ এস এম মুসা কবির বলেন, ‘কুষ্টিয়ায়ও এডিস মশা থাকতে পারে। এক রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে।’ কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী বলেন, পৌর বাসিন্দারা সচেতন হলেই মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাছাড়া ওষুধ কেনা ও যন্ত্র মেরামতের ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার