স্কুলের চুরি যাওয়া ২১ ল্যাপটপ উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের চুরি হওয়া ২১টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে সাতজনকে। আটোয়ারী ও পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। বুধবার তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। গত ১৫ আগস্ট রাতে আটোয়ারী পাইলট স্কুলের কম্পিউটার ল্যাব থেকে ২১টি ল্যাপটপ ও একটি মনিটর চুরি হয়। - পঞ্চগড় প্রতিনিধি
পোনা অবমুক্ত
বরিশালের কীর্তনখোলা নদীতে বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সকালে নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন উন্মুক্ত নদীতে জেলা পুলিশের উদ্যোগে এ পোনা অবমুক্ত করা হয়। এদিকে রাজস্ব খাতের আওতায় নাটোরে প্রাতিষ্ঠানিক পুকুর ও বর্ষায় প্লাবিত ভূমিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। লালপুর উপজেলার বিভিন্ন এলাকার একুশটি পুকুরে মঙ্গলবার ৩৭০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।
-প্রতিদিন ডেস্ক
সাপের কামড়ে মৃত্যু
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে রিয়াজ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রিয়াজ হরিপুর উপজেলার মেদনীসাগর গ্রামের ইমরান আলীর ছেলে। ইমরান আলী বলেন, বুধবার বিকালে আমার স্ত্রী রান্নাঘর পরিষ্কার করছিল। এ সময় রিয়াজ সেখানে খেলা করছিল। খেলা করতে করতে রান্নাঘরে থাকা গর্তে হাত ঢুকালে সাপ দংশন করে। চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রিয়াজ মারা যায়। পড়ে গর্ত খুঁড়ে সাপটি মেরে ফেলা হয়েছে।
-ঠাকুরগাঁও প্রতিনিধি
বৃক্ষ মেলা
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা গতকাল শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে মেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অরবিন্দু বিশ্বাস প্রমুখ।
-সাতক্ষীরা প্রতিনিধি
৭৭ বস্তা চাল জব্দ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের একটি গুদাম থেকে ৭৭ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ট্যাগ অফিসার টিপু সুলতান এ চাল জব্দ এবং গুদাম সিলগালা করেন। এর আগে দুস্থদের বরাদ্দ চাল না পেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। -রায়পুর প্রতিনিধি
জেলেদের নৌকা নিবন্ধন
সম্পদ ইলিশ রক্ষা এবং সংশ্লিষ্ট জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরীক্ষামূলকভাবে ইলিশ শিকারি জেলেদের নৌকার নিবন্ধন শুরু হয়েছে। চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা প্রশাসন গত রবিবার এনহ্যান্সড কোস্টার ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ) প্রকল্প ও উপজেলা মৎস্য দফতরের মাধ্যমে পরীক্ষামূলকভাবে নৌকা নিবন্ধন শুরু করে।
-চাঁদপুর প্রতিনিধি