বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত যান

সৃষ্টি হচ্ছে যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা

বিশ্বনাথ প্রতিনিধি

নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত যান

বিশ্বনাথে সড়ক দখল করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা

অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের ছড়াছড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। উপজেলার প্রধান সড়ক, অলিগলি সবই এখন এ সব বাহনের দখলে। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। ঘটছে দুর্ঘটনা। অবৈধ এ যান চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার পর কিছুদিন অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এরপর যেই সেই। উপজেলা সদরের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক স্ট্যান্ড। 

জানা যায়, মালিক-ব্যবসায়ীরা অবাধে বাজারে ছাড়ছেন এ সব যান। কেবল উপজেলা সদরেই চলছে পাঁচ শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক। অন্যান্য এলাকায় এ সব বাহনের দাপট-তো রয়েছেই। প্যাডেলচালিত রিকশার তুলনায় এ বাহন দ্রুতগতির হওয়ায় বেড়েছে ঝুঁকি। অভিযোগ আছে, বিভিন্ন এলাকায় গ্যারেজে চোরাই পথে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাতভর ব্যাটারি চার্জ দেওয়ারও। কেউ কেউ আবার বৈধ বিদ্যুৎ সংযোগ থেকে খুলে বসেছেন চার্জের দোকান। সদরের জানাইয়া-রাজনগর রোডের প্রবেশ মুখে গড়ে তোলা উঠেছে অবৈধ এসব বাহনের স্ট্যান্ড। ফলে এখানে প্রতিদিন দেখা দেয় তীব্র যানজট। পথ চলতেও ভোগান্তিতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। বিশ্বনাথ অটোরিকশা মালিক ও শ্রমিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ খান বলেন, ‘লোন-কিস্তি তুলে দরিদ্র চালকেরা এগুলো কিনেছেন। তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এ বাহন। এখন এগুলো বন্ধ হলে ওরা খাবে কি’। পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির বলেন, ‘অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জ দেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আমরা খোঁজ-খবর রাখছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল জানান, নিষিদ্ধ এ সব বাহনের ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর