রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রাবেয়া নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবাদে স্বজনরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর ও দুই নার্সকে লাঞ্ছিত করেন বলে জানা গেছে। হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ডে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।

হাসপাতালসূত্রে জানা যায়, জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের রাবেয়া হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে জ্ঞান হারান তিনি। এ সময় চিকিৎসকরা তার হৃদস্পন্দন না পেলে ক্ষুব্ধ হন স্বজনরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃদ্ধার ছেলে তরিকুল জানান, মায়ের অবস্থা খারাপ হওয়ায় বারবার ডাক্তার ডাকলেও তারা আসেননি। রোগীকে দ্রুত অক্সিজেন দিতে বললে তারা এতেও অপারগতা প্রকাশ করেন। আরএমও শামীম কবির জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন শুনে তিনি ওয়ার্ডে যান। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এরপরই রোগীর কয়েক স্বজন তাকে গালাগালি ও দুই নার্সকে লাঞ্ছিত করেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, তিনি দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মিমাংসা করে দিয়েছেন।

সর্বশেষ খবর