শিরোনাম
বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মোবাইল ফোনের অপব্যবহারে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে

হবিগঞ্জ প্রতিনিধি

মোবাইল ফোনের অপব্যবহারে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মোবাইল ফোনের অপব্যবহারে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মোবাইল ফোনের সঠিক ব্যবহার করতে হবে। তিনি বলেন, বাঙালির আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি বুকে ধারণ করতে হবে। গতকাল হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিল্লাদ, মো. কামরুল আহসান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, মিজানুর রহমান, রবিউল ইসলাম।

সর্বশেষ খবর