বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বোরো বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার

দিনাজপুর প্রতিনিধি

বোরো বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার

বীজতলা ঢেকে রাখা হয়েছে পলিথিনে -বাংলাদেশ প্রতিদিন

বৈরী আবহাওয়া ও ঘনকুয়াশাসহ শীতের কারণে দিনাজপুর অঞ্চলে বোরো বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার বেড়েছে। সন্ধ্যার পর ও সকালে ঘন কুয়াশার স্থায়িত্ব বেশি হওয়ায় বোরো ধানের বীজতলা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। ঘন কুয়াশার কারণে যাতে বীজতলা ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য কৃষি বিভাগ বীজতলা রক্ষায় কৃষকদের করণীয় সম্পর্কে আগাম সতর্কবার্তা দিয়েছে। বীজতলা রক্ষায় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক স্প্রে করেও পলিথিনে ঢেকে চারা রক্ষার চেষ্টা করছেন চাষিরা। চিরিরবন্দরের সাইতাড়া ইউপির কৃষক জয়নাল আবেদিন জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনি ৬০ কেজি বীজের বীজতলা করেছেন। এখন ওই চারা জমিতে রোপণের সময় হয়ে আসছে। কয়েকদিন আগে এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা ও শৈত্যপ্রবাহে কিছু চারা নষ্ট হয়েছে। গতকাল থেকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। চিরিরবন্দর উপজেলা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান জানান, বীজতলা রক্ষায় কৃষকদের বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। পলিথিন দিয়ে ঢেকে রাখা, আক্রান্ত বীজতলা পানি দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখা এবং প্রয়োজনে চারার মধ্যে জমে থাকা শিশির শক্ত কিছু দিয়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। চিরিরবন্দর উপজেলায় ১ হাজার ৩১ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর