শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি

পাবনায় ইছামতি নদীপাড়ের বৈধ বসতিদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

গতকল নদীপাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি পাবনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এতে নদীপাড়ের নানা শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন মাসুদুর রহমান মিন্টু, আল মাসুদ রিজভি ম্যাক্সিম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন, জাহাঙ্গীর হাসান পাভেল, আবদুল করিম প্রমুখ।

বক্তারা বলেন, জেলা প্রশাসনের ইছামতি নদীপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অনেকের বৈধ কাগজপত্র থাকার পরও বেশকিছু স্থানে বড় বড় স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে অনেক পরিবার। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ খবর