সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঘের ব্যবসায়ীদের ফাঁদে কৃষক

ফসলি জমিতে খননের মহোৎসব

শরীয়তপুর প্রতিনিধি

ঘের ব্যবসায়ীদের ফাঁদে কৃষক

শরীয়তপুরে ফসলি জমিতে একের পর এক খনন করা হচ্ছে মাছের ঘের। এ জন্য এক শ্রেণির ঘের ব্যবসায়ী কৃষকদের লোভনীয় প্রস্তাবের ফাঁদে ফেলছে। ফলে জেলায় দিন দিন আশঙ্কাজনক হারে কমছে কৃষিজমি।

কৃষকরা জানান, দীর্ঘ সময়ের জন্য জমি লিজ নিয়ে ৭-৮ ফিট গভীর করে মাটি কেটে বাঁধ দিয়ে তৈরি করা হচ্ছে ঘের। অতিরিক্ত মাটি ইটভাটায় বিক্রি করছেন ইজারাদাররা। মাঝেমধ্যে উপজেলা প্রশাসন থেকে কর্মকর্তারা এসে খনন বন্ধ করে দিলেও দু-এক দিন পরও আরও জোরেসোরে শুরু হয় ঘের তৈরির কাজ। সরেজমিন ঘুরে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে ঘের বাহিনী। এরা কৃষকদের লোভনীয় অফার দিয়ে বিভিন্ন ইরি বোরো ব্লকে কিছু জমি লিজ নিয়ে ঘের কাটা শুরু করে। এরপর ঘেরে জমি লিজ দিতে বাকি কৃষদের নানাভাবে বাধ্য করে। দেখা যায় অন্য কৃষকরা জলাবদ্ধতা, চাষাবাদে সমস্যা, ফসল করার পরিবেশ নষ্ট হয়ে যাওয়াসহ নানা সমস্যার কারণে ঘেরে জমি দিতে বাধ্য হন। এতে কৃষি জমি কমে যাওয়ায় হুমকির মুখে পড়েছে খাদ্য নিরাপত্তা। বেকার হয়ে পড়ছেন কৃষি শ্রমিকরা। শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামন পারভেজ বলেন, ‘যেভাবে কৃষি জমিতে মাছ চাষ শুরু হয়েছে তাতে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।’ শরীয়তপুর প্রেস ক্লাবের সহসভাপতি শেখ খলিলুর রহমান বলেন, ‘কোনভাবেই রক্ষা করা যাচ্ছে না কৃষি জমি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

সর্বশেষ খবর