ঢাকান্ডটাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার মহেলা এলাকায় পৌলী নদীর চারটি পয়েন্টে ভেকু বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। এতে ভাঙনের হুমকির মুখে পড়েছে নদীর ওপর নির্মিত রেলসেতু এবং বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পুংলি ব্রিজ। সেতুর দুই পাশ থেকে মাটি ধসে যাওয়ায় রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। জানা যায়, ভেকু বসিয়ে মাটি কাটার কারণে এর আগে দুইবার তিতাস গ্যাসের মূল পাইপলাইন ফেটে ভেসে উঠে। এতে টাঙ্গাইল, গাজীপুরসহ আশপাশের জেলার গ্যাস সংযোগ বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষকে পড়তে হয়েছিল দুর্ভোগে। তখন নদী থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ায় কিছুদিন বালু উত্তোলন ও বিক্রি বন্ধ থাকে। পরে পাইপলাইন মেরামত করা হলে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি শুরু করেন প্রভাবশালীরা। অবৈধ ও অপরিকল্পিতভাবে মাটি কাটায় সংশ্লিষ্ট এলাকায় বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙন দেখা দেয়। ইতোপূর্বে ভাঙনে শতাধিক পরিবারের ভিটাবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। সরেজমিনে দেখা যায়, মহেলা এলাকায় পৌলী নদীতে ভেকু বসিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত মহাসড়ক ও রেলসেতুর অদূরে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। অসংখ্য ট্রাকে করে মাটি যাচ্ছে বিভিন্ন স্থানে। পানি উন্নয়ন বোর্ডের গাইড রক্ষা বাঁধও রয়েছে হুমকিতে। গ্যাসপাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। এলাকাবাসী জানান, তারা বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক, পাউবোর নির্বাহী প্রকৌশলী, কালিহাতীর ইউএনও ও এসিল্যান্ডকে লিখিত অভিযোগ দিলেও বন্ধ হয়নি। জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, দ্রুত এ ব্যাপারে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’ পাউবোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, পুংলী নদীতে রেল ও মহাসড়কের পাশাপাশি দুটি বড় সেতু থাকায় এলাকাটি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
বালু উত্তোলনে ভাঙনের হুমকিতে রেলসেতু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর