ঢাকান্ডটাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার মহেলা এলাকায় পৌলী নদীর চারটি পয়েন্টে ভেকু বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। এতে ভাঙনের হুমকির মুখে পড়েছে নদীর ওপর নির্মিত রেলসেতু এবং বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পুংলি ব্রিজ। সেতুর দুই পাশ থেকে মাটি ধসে যাওয়ায় রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। জানা যায়, ভেকু বসিয়ে মাটি কাটার কারণে এর আগে দুইবার তিতাস গ্যাসের মূল পাইপলাইন ফেটে ভেসে উঠে। এতে টাঙ্গাইল, গাজীপুরসহ আশপাশের জেলার গ্যাস সংযোগ বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষকে পড়তে হয়েছিল দুর্ভোগে। তখন নদী থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ায় কিছুদিন বালু উত্তোলন ও বিক্রি বন্ধ থাকে। পরে পাইপলাইন মেরামত করা হলে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি শুরু করেন প্রভাবশালীরা। অবৈধ ও অপরিকল্পিতভাবে মাটি কাটায় সংশ্লিষ্ট এলাকায় বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙন দেখা দেয়। ইতোপূর্বে ভাঙনে শতাধিক পরিবারের ভিটাবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। সরেজমিনে দেখা যায়, মহেলা এলাকায় পৌলী নদীতে ভেকু বসিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত মহাসড়ক ও রেলসেতুর অদূরে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। অসংখ্য ট্রাকে করে মাটি যাচ্ছে বিভিন্ন স্থানে। পানি উন্নয়ন বোর্ডের গাইড রক্ষা বাঁধও রয়েছে হুমকিতে। গ্যাসপাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। এলাকাবাসী জানান, তারা বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক, পাউবোর নির্বাহী প্রকৌশলী, কালিহাতীর ইউএনও ও এসিল্যান্ডকে লিখিত অভিযোগ দিলেও বন্ধ হয়নি। জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, দ্রুত এ ব্যাপারে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’ পাউবোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, পুংলী নদীতে রেল ও মহাসড়কের পাশাপাশি দুটি বড় সেতু থাকায় এলাকাটি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
বালু উত্তোলনে ভাঙনের হুমকিতে রেলসেতু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর