ঢাকান্ডটাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার মহেলা এলাকায় পৌলী নদীর চারটি পয়েন্টে ভেকু বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। এতে ভাঙনের হুমকির মুখে পড়েছে নদীর ওপর নির্মিত রেলসেতু এবং বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পুংলি ব্রিজ। সেতুর দুই পাশ থেকে মাটি ধসে যাওয়ায় রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। জানা যায়, ভেকু বসিয়ে মাটি কাটার কারণে এর আগে দুইবার তিতাস গ্যাসের মূল পাইপলাইন ফেটে ভেসে উঠে। এতে টাঙ্গাইল, গাজীপুরসহ আশপাশের জেলার গ্যাস সংযোগ বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষকে পড়তে হয়েছিল দুর্ভোগে। তখন নদী থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ায় কিছুদিন বালু উত্তোলন ও বিক্রি বন্ধ থাকে। পরে পাইপলাইন মেরামত করা হলে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি শুরু করেন প্রভাবশালীরা। অবৈধ ও অপরিকল্পিতভাবে মাটি কাটায় সংশ্লিষ্ট এলাকায় বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙন দেখা দেয়। ইতোপূর্বে ভাঙনে শতাধিক পরিবারের ভিটাবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। সরেজমিনে দেখা যায়, মহেলা এলাকায় পৌলী নদীতে ভেকু বসিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত মহাসড়ক ও রেলসেতুর অদূরে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। অসংখ্য ট্রাকে করে মাটি যাচ্ছে বিভিন্ন স্থানে। পানি উন্নয়ন বোর্ডের গাইড রক্ষা বাঁধও রয়েছে হুমকিতে। গ্যাসপাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। এলাকাবাসী জানান, তারা বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক, পাউবোর নির্বাহী প্রকৌশলী, কালিহাতীর ইউএনও ও এসিল্যান্ডকে লিখিত অভিযোগ দিলেও বন্ধ হয়নি। জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, দ্রুত এ ব্যাপারে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’ পাউবোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, পুংলী নদীতে রেল ও মহাসড়কের পাশাপাশি দুটি বড় সেতু থাকায় এলাকাটি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ