ঝিনাইদহের কৃষি ব্যাংকে ঘুষ ছাড়া মেলে না কৃষি ঋণ। সম্প্রতি ভুক্তভোগী কয়েকজন কৃষক কৃষি ব্যাংক আরএমও অফিসে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, কৃষি ব্যাংক ঝিনাইদহ শাখায় প্রতিনিয়ত স্থানীয় কৃষকেরা কৃষিপণ্য কেনাসহ বিভিন্ন প্রয়োজনে ঋণ নিতে আসেন। তাদের সব কাগজ ঠিক থাকলেও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা প্রথমে ঋণ দিতে অপারগতা প্রকাশ করেন। জুড়ে দেন বিভিন্ন শর্ত। ঘুষ দিতে রাজি হলে তারা কৃষকদের বাড়িতে নিমন্ত্রণ জানানোর শর্ত দেন। এরপর বাড়িতে যাওয়ার আগে ছিটে রুটি ও দেশি মুরগির মাংস খাওয়ার আবদার করেন। আবার কেউ কেউ দই ও খাসির মাংস খেতে চান। উপায় না পেয়ে কৃষকরা তাদের আপ্যায়ন করতে বাধ্য হন। যারা ঘুষ ও আপ্যায়ন করতে পারেন, তাদের ঋণ দেওয়া হয়। অভিযোগ আছে ব্যাংকের এ সব অসাধু কর্মকর্তা নামে-বেনামে লোন নিয়ে সেই টাকা দিয়ে কেউ সুদে ব্যবসা কেউ এনজিও চালাচ্ছেন। কেউ আবার করছেন জমির ব্যবসা। ঝিনাইদহের কৃষি ব্যাংকের ম্যানেজার এবং আইওরা ঘুষ ও ছিটে রুটি, মুরগি খাওয়ার কথা অস্বীকার করেছেন। কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা আরএমও এনায়েত করিম জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।