রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

শহরে ঘরবন্দী মানুষ উল্টো চিত্র গ্রামে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনাভাইরাসের বিস্তার রোধে শুক্রবার দ্বিতীয় দিনের মতো শহরের সব দোকানপাট বন্ধ ছিল। লোকজন ঘর থেকে বের না হওয়ায় রাস্তাঘাট ছিল জনশূন্য। এর উল্টো চিত্র দেখা গেছে গ্রামীণ জনপদে। সেখানে ছোট ছোট বাজার, মোড়ে মোড়ে, চায়ের দোকানগুলোতে মানুষের জটলা লেগে রয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, জেলা ও উপজেলা শহরগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের কড়া নজরদারির মধ্যে ঘরে রাখা সম্ভব হয়েছে। কিছু গ্রামীণ জনপদে লোকজন এখনো বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ওইসব এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে। আমি শুক্রবার সন্ধ্যায় কান্দাপাড়া বাজারসহ কয়েকটি গ্রামীণ জনপদে লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িতে পাঠিয়েছি। গ্রামের লোকজনকে ঘরবন্দী রাখতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ খবর