শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে যতযত্র ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। এতে নদীর দুই তীরে কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। নদী হারাচ্ছে তার স্বাভাবিক প্রকৃতি। তীর ঘেঁষে ও ব্রিজের আশপাশ থেকে বালু উত্তোলনের ফলে ঝুঁকিতে পড়েছে কোটি কোটি টাকায় নির্মিত ব্রিজ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদী ঘিরে ও আশপাশে গড়ে ওঠা স্থাপনার ঝুঁকিসহ প্রকৃতি ও বৈচিত্র্য হারাবে ভোগাই। নদীটি নাকুগাঁও স্থলবন্দরের পাশ দিয়ে নয়াবিল ইউনিয়ন হয়ে নালিতাবাড়ী পৌর শহরের ওপর দিয়ে মরিচপুরান ইউনিয়নে দুই ভাগ হয়েছে। ভোগাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে পাঁচটি ব্রিজ। বোরো মৌসুমে সেচের জন্য স্থাপন করা হয়েছে দুটি রাবার ড্যাম। এর মাধ্যমে নালিতাবাড়ী ও নকলা এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ফুলপুর উপজেলার হাজার হাজার কৃষক সেচ সুবিধা নেন। বহু মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালের এপ্রিল মাসে ভোগাই নদীর ২৭ একর পরিমাণ বালুমহালটির ইজারা পায় একটি ঠিকদারী প্রতিষ্ঠান। এর পর থেকে বৈধ অবৈধভাবে শত শত ড্রেজার বসিয়ে বালু তোলা বাড়িয়ে দেওয়া হয় কয়েক গুণ। প্রশাসন কখনো কখনো ব্যবস্থা নিলেও থামছে না বালু তোলা। এখন নদীর তলদেশ খুঁড়ে ১৫-২০ ফুট নিচ থেকে খনিজ সম্পদ সাদা বালু উত্তোলন শুরু হয়েছে। এতে নাব্যতা সংকটের পাশাপাশি নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে। শুষ্ক মৌসুমে নদীটি প্রায় বালুশূন্য হয়ে প্রকৃতি ও জীব-বৈচিত্র্যের ভারসাম্য নষ্টের আশঙ্কা করা হচ্ছে। পরিবেশ ও নদী সংশ্লিষ্টদের মতে, বালুশূন্য হয়ে ভোগাই নদী বিপর্যয়ের মধ্যে পড়ছে। নদীতে একেবারে বালু না থাকলে পানি ধারণ ক্ষমতা কমে যায়। ফলে নাব্য সংকটের পাশাপাশি পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আরিফুর রহমান জানান, আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পর্যন্ত শতাধিক ড্রেজার মেশিন ভেঙেছি। চলতি বছরের জন্য নির্দিষ্ট এলাকা বাদ দিয়ে ইজারা দেওয়া হয়েছে। নদী বাঁচাতে আগামীতে ইজারা বন্ধ রাখা হতে পারে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ