শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে যতযত্র ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। এতে নদীর দুই তীরে কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। নদী হারাচ্ছে তার স্বাভাবিক প্রকৃতি। তীর ঘেঁষে ও ব্রিজের আশপাশ থেকে বালু উত্তোলনের ফলে ঝুঁকিতে পড়েছে কোটি কোটি টাকায় নির্মিত ব্রিজ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদী ঘিরে ও আশপাশে গড়ে ওঠা স্থাপনার ঝুঁকিসহ প্রকৃতি ও বৈচিত্র্য হারাবে ভোগাই। নদীটি নাকুগাঁও স্থলবন্দরের পাশ দিয়ে নয়াবিল ইউনিয়ন হয়ে নালিতাবাড়ী পৌর শহরের ওপর দিয়ে মরিচপুরান ইউনিয়নে দুই ভাগ হয়েছে। ভোগাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে পাঁচটি ব্রিজ। বোরো মৌসুমে সেচের জন্য স্থাপন করা হয়েছে দুটি রাবার ড্যাম। এর মাধ্যমে নালিতাবাড়ী ও নকলা এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ফুলপুর উপজেলার হাজার হাজার কৃষক সেচ সুবিধা নেন। বহু মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালের এপ্রিল মাসে ভোগাই নদীর ২৭ একর পরিমাণ বালুমহালটির ইজারা পায় একটি ঠিকদারী প্রতিষ্ঠান। এর পর থেকে বৈধ অবৈধভাবে শত শত ড্রেজার বসিয়ে বালু তোলা বাড়িয়ে দেওয়া হয় কয়েক গুণ। প্রশাসন কখনো কখনো ব্যবস্থা নিলেও থামছে না বালু তোলা। এখন নদীর তলদেশ খুঁড়ে ১৫-২০ ফুট নিচ থেকে খনিজ সম্পদ সাদা বালু উত্তোলন শুরু হয়েছে। এতে নাব্যতা সংকটের পাশাপাশি নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে। শুষ্ক মৌসুমে নদীটি প্রায় বালুশূন্য হয়ে প্রকৃতি ও জীব-বৈচিত্র্যের ভারসাম্য নষ্টের আশঙ্কা করা হচ্ছে। পরিবেশ ও নদী সংশ্লিষ্টদের মতে, বালুশূন্য হয়ে ভোগাই নদী বিপর্যয়ের মধ্যে পড়ছে। নদীতে একেবারে বালু না থাকলে পানি ধারণ ক্ষমতা কমে যায়। ফলে নাব্য সংকটের পাশাপাশি পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আরিফুর রহমান জানান, আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পর্যন্ত শতাধিক ড্রেজার মেশিন ভেঙেছি। চলতি বছরের জন্য নির্দিষ্ট এলাকা বাদ দিয়ে ইজারা দেওয়া হয়েছে। নদী বাঁচাতে আগামীতে ইজারা বন্ধ রাখা হতে পারে।
শিরোনাম
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
যত্রতত্র বালু উত্তোলনে গতি বদলাচ্ছে ভোগাই নদীর
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর