শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে যতযত্র ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। এতে নদীর দুই তীরে কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। নদী হারাচ্ছে তার স্বাভাবিক প্রকৃতি। তীর ঘেঁষে ও ব্রিজের আশপাশ থেকে বালু উত্তোলনের ফলে ঝুঁকিতে পড়েছে কোটি কোটি টাকায় নির্মিত ব্রিজ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদী ঘিরে ও আশপাশে গড়ে ওঠা স্থাপনার ঝুঁকিসহ প্রকৃতি ও বৈচিত্র্য হারাবে ভোগাই। নদীটি নাকুগাঁও স্থলবন্দরের পাশ দিয়ে নয়াবিল ইউনিয়ন হয়ে নালিতাবাড়ী পৌর শহরের ওপর দিয়ে মরিচপুরান ইউনিয়নে দুই ভাগ হয়েছে। ভোগাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে পাঁচটি ব্রিজ। বোরো মৌসুমে সেচের জন্য স্থাপন করা হয়েছে দুটি রাবার ড্যাম। এর মাধ্যমে নালিতাবাড়ী ও নকলা এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ফুলপুর উপজেলার হাজার হাজার কৃষক সেচ সুবিধা নেন। বহু মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালের এপ্রিল মাসে ভোগাই নদীর ২৭ একর পরিমাণ বালুমহালটির ইজারা পায় একটি ঠিকদারী প্রতিষ্ঠান। এর পর থেকে বৈধ অবৈধভাবে শত শত ড্রেজার বসিয়ে বালু তোলা বাড়িয়ে দেওয়া হয় কয়েক গুণ। প্রশাসন কখনো কখনো ব্যবস্থা নিলেও থামছে না বালু তোলা। এখন নদীর তলদেশ খুঁড়ে ১৫-২০ ফুট নিচ থেকে খনিজ সম্পদ সাদা বালু উত্তোলন শুরু হয়েছে। এতে নাব্যতা সংকটের পাশাপাশি নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে। শুষ্ক মৌসুমে নদীটি প্রায় বালুশূন্য হয়ে প্রকৃতি ও জীব-বৈচিত্র্যের ভারসাম্য নষ্টের আশঙ্কা করা হচ্ছে। পরিবেশ ও নদী সংশ্লিষ্টদের মতে, বালুশূন্য হয়ে ভোগাই নদী বিপর্যয়ের মধ্যে পড়ছে। নদীতে একেবারে বালু না থাকলে পানি ধারণ ক্ষমতা কমে যায়। ফলে নাব্য সংকটের পাশাপাশি পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আরিফুর রহমান জানান, আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পর্যন্ত শতাধিক ড্রেজার মেশিন ভেঙেছি। চলতি বছরের জন্য নির্দিষ্ট এলাকা বাদ দিয়ে ইজারা দেওয়া হয়েছে। নদী বাঁচাতে আগামীতে ইজারা বন্ধ রাখা হতে পারে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ