শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

‘মেঘনায় দলীয় কোন্দল নেই’

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনায় মঙ্গলবার ও বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার সংবাদ সম্মেলন করে মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে আমার নামে কুৎসা রটানো হয়েছে। মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিছু নেতা আওয়ামী লীগের একাংশ দাবি করেছেন। অথচ এখানে দলীয় কোন্দল নেই। আমাকে অনুপ্রবেশকারী বলা হয়েছে। অথচ নারায়ণগঞ্জের তোলারাম কলেজ ছাত্রলীগ থেকেই আমার রাজনীতি শুরু। মেঘনা আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে তিনটি কমিটির সদস্য ছিলাম।

সবশেষ কমিটিতে চার প্রার্থীর মধ্যে কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলমের নেতৃত্বে দিন-রাত পরিশ্রম করে মেঘনা আওয়ামী লীগকে মজবুত করেছি। জনগণের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তিনি বলেন, মেঘনা নদীতে দুটি বালু মহাল রয়েছে। নিয়ম-নীতি মেনে বালু উত্তোলন করা হচ্ছে। মাঝে মধ্যে সীমানা লঙ্ঘন করায় উপজেলা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমি বালু মহালের সঙ্গে জড়িত নই।

সর্বশেষ খবর