শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

‘চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিক হতে হবে : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ‘চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। করোনার এই দুর্যোগে প্রতিটি মানুষ যেন চিকিৎসা পায় সেজন্য চিকিৎসা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্যে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে রয়েছেন। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তসহ সব ধরনের রোগী যেন সঠিক চিকিৎসা পায় সে দিকে খেয়াল রাখতে হবে। করোনা প্রতিরোধে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে গতকাল সুরক্ষা সামগ্রী বিতরণকালে তিনি এ সব বলেন। এ সময় অধ্যক্ষ ডা. শিবেস সরকার, ডা. নির্মল চন্দ্র দাস, ডা. শাহ মোজাহেদুল ইসলাম, ডা. আব্দুল কুদ্দুস, ডা. নজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 এর আগে গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর একাডেমি প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ উদ্বোধন করেন।

সর্বশেষ খবর