শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাজারে নতুন আলু দামে খুশি কৃষক

লালমনিরহাট প্রতিনিধি

বাজারে নতুন আলু দামে খুশি কৃষক

লালমনিরহাটে শুরু হয়েছে আগাম জাতের আলু উত্তোলন। দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। ফসলের মাঠেই কেজিপ্রতি ৭৮-৮০ টাকায় বিক্রি হচ্ছে এই আলু। মৌসুমের শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে যাচ্ছে আদিতমারির আলু। গত ১৫-২০ বছর ধরে এই রীতি চলে আসছে। গতকাল উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কৃষক আজিজুল ইসলাম আগাম আলু উত্তোলন করছিলেন। খবর পেয়ে কৃষকরা মাঠেই আলু কিনে নিয়েছে ৭৮ টাকা কেজি দরে। আদিতমারি ও সদর উপজেলায় এ আলু চাষ বেশি হয়। একসময়ের বালু মাটি চাষাবাদের ফলে উর্বর মাটিতে পরিণত হয়েছে। আগাম ও নমলা আলু চাষের পাশাপাশি এই জমিতে আরও চার ধরনের ফসল ফলছে। স্থানীয় আলু ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন। আর কদিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আলু কেনার জন্য হুমড়ি খেয়ে পড়বেন। ট্রাকে ট্রাকে এখানকার আগাম আলু যাবে দেশের বিভিন্ন প্রান্তে। এই আলু স্থানীয় মানুষের শুধু ভাগ্য বা দিন বদলই করেনি, করেছে আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আশরাফ জানান, চলতি বছর জেলায় আগাম জাতের আলু চাষাবাদ হয়েছে ৪ হাজার ৮০০ ৫০ হেক্টর জমিতে। নতুন আলু উঠতে শুরু করেছে। দামও ভালো পাচ্ছে চাষিরা। এখন পর্যন্ত পোকা ও রোগবালাই দেখা দেয়নি। আবহাওয়া অনুকূলে থাকায় ফসল ভালো আছে।

সর্বশেষ খবর