বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
অনিয়মের অভিযোগ

নির্মাণাধীন স্কুল ভবন ভাঙল গ্রামবাসী

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণাধীন ওই ভবনের কাজ বন্ধসহ এর লিনটন, ব্যালকনি, ড্রপছাদ ও পিলারের কিছু অংশ ভেঙে ফেলেছেন গ্রামবাসী। স্থানীয়রা জানান, এক বছর আগে ভবনের নির্মাণকাজ শুরু হয়। প্রথম থেকেই বেজমেন্ট, কলম ঢালাই কাজে অনিয়ম দেখে শিক্ষক ও এলাকাবাসী বাধা দেয়। তখন ঠিকাদারি প্রতিষ্ঠান আর অনিয়ম করবে না বলে আশ্বস্ত করে পুনরায় নির্মাণকাজ শুরু করেন।

গত বৃহস্পতিবার আবারও কাজে অনিয়ম ধরা পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী ভবনের কিছু অংশ ভেঙে গুঁড়িয়ে দেন।

প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জহির রায়হান মুঠোফোনে জানান, গ্রামবাসী ভবনের কয়েকটি অংশ ভেঙে ফেলে বলে তিনি শুনেছেন। নিয়োজিত ঠিকাদার কামাল আহমেদকে ঘটনাস্থলে যেতে বলা হয়েছে। অন্যদিকে ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতির ঘটনা ধামাচাপা দিতে ঠিকাদার একটি মহলের সহয়তায় তদবির মিশনে নামায় এলাকাবাসীর মধ্যে জনরোস সৃষ্টি হয়েছে। তারা সংশ্লিষ্ট মহলের ঊর্ধ্বতনদের কাছে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর