শিরোনাম
শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবৈধ ইটভাটায় অভিযান

ফরিদপুর প্রতিনিধি

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে পরিবেশ অধিদফতর। দুই দিনে জেলা সদর, ভাঙ্গা, সদরপুর, মধুখালী উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের উপপরিচালক এ এইচ এম রাসেদ ও পরিবেশ অধিদফতর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ। উপস্থিত ছিলেন র‌্যাব-৮ কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অভিযানের প্রথম দিনে সদর উপজেলার তাম্বুলখানায় কয়েকটি ইটভাটার চিমনি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

 কাঁচা ইট নষ্ট করার পাশাপাশি ভাটার আগুন পানি দিয়ে নেভানো হয়। একই দিন মধুখালীর কোড়কদিতে মেসার্স কেএমজেড আর ব্রিকসকে ৫ লাখ, দরিবাজারে জেডএন্ডকে ব্রিকসকে ৫ লাখ, বাগাটে এমএনজেড ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার, সদর উপজেলার সাজিদ ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় দিনে বুধবার সদর উপজেলার এএস ব্রিকস ও এফবিআই ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। এ দিন সদর উপজেলার ডিক্রিরচরে এইচএমবি ব্রিকসকে ৪ লাখ, এবি এন্টারপ্রাইজকে ৪ লাখ, ভাঙ্গার আর আর ব্রিকসকে ৫ লাখ, আর এফ এম ব্রিকসকে ৩ লাখ এবং সদরপুরের এফ বি এফ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মালিকদের পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আদেশ প্রদান করে। পরিবেশ অধিদফতর ফরিদপুরের উপপরিচালক জানান, পরিবেশ অধিদফতর অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর